শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

কিভাবে মেম্বারশিপ পাবেন?

যশোর পলিটেকনিক প্রাক্তনীর সদস্য হতে হলে অবশ্যই যশোর পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রাক্তন ছাত্র-ছাত্রী হবে। তবে কেউ যদি ট্রান্সফার হয়ে অন্য পলিটেকনিক হতে আসে তবে তার শেষ পর্বে পরীক্ষা যশোর পলিটেকনিক ইনস্টিটিউট এর হতে হবে। যশোর পলিটেকনিক ইনস্টিটিউট এর কোনো ছাত্র-ছাত্রী যদি শেষ পর্বে পরীক্ষা অন্য কোনো প্রতিষ্ঠান হতে সম্পন্ন করে তবে সে যশোর পলিটেকনিক প্রাক্তনীর সদস্য হতে পারবে না।

এখানের সদস্য হবার ধরণ দুই প্রকার।  যথা,
১. আজীবন সদস্য: আজীবন সদস্যদের চাঁদার পরিমান ২০০০ টাকা ও নিবন্ধন ফি ১০০ টাকা

আজীবন সদস্য ফরম


এবং
২. সাধারণ সদস্য: সাধারণ সদস্যদের চাঁদার পরিমান ৩০০ টাকাও নিবন্ধন ফি ১০০ টাকা এবং দুই বছরের মধ্যে আজীবন সদস্য পদ গ্রহণ করতে হবে। নতুবা সদস্য পদ বিলুপ্ত হবে।

সাধারণ সদস্য ফরম

নিবন্ধন ফরম
যোগাযোগ করুন:
মো : জহুরুল হক মুন্সি,
সাধারণ সম্পাদক, যশোর পলিটেকনিক প্রাক্তনী
মোবাইল: ০১৭১৩০১৪৩০৮

মোঃ কামাল হোসেন বিশ্বাস
যুগ্ম সম্পাদক, যশোর পলিটেকনিক প্রাক্তনী
মোবাইলঃ ০১৯১৬ ৪১১৯৫২

ইমেইল: jpidhaka@gmail.com